ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে কাপ্তাইয়ে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে কাপ্তাইয়ে র‌্যালি

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কর্ণফুলি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, তিন নম্বর চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা, কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম প্রমুখ।  

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার সলিল চাকমা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।