ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসআইইউ শিক্ষার্থীদের উদ্ভাবনীতে মুগ্ধ দর্শনার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এসআইইউ শিক্ষার্থীদের উদ্ভাবনীতে মুগ্ধ দর্শনার্থীরা শিক্ষার্থীদের সৃষ্টিশলীলতায় তথা উদ্ভাবনী

সিলেট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সৃষ্টিশলীলতায় তথা উদ্ভাবনীতে মুগ্ধ হলেন শিক্ষক ও দর্শনার্থীরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ‘ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রিনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ‘প্রজেক্ট এক্সিবিশন-২০১৮’ নামে বিভিন্ন ধরনের উদ্ভাবনী দিনব্যাপী প্রদর্শিত হয়।  

এরআগে ইসিই বিভাগের বিভাগীয় প্রধান ও প্রজেক্ট এক্সিবিশন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক এক্রামুল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালেয়ের বোর্ড অব ট্রাস্টিজ ভাইস চেয়ারম্যান সামছি বেগম অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. মনির উদ্দিন বলেন, বাংলাদেশর প্রকৌশল ক্ষেত্রে আগামীদিনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনবদ্য অবদান রাখবে। শিক্ষার্থীদের অনেক জালানি সাশ্রয়সহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের সৃষ্টিশলীলতায় তথা উদ্ভাবনী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ঋষি কেশ ঘোষ, মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মুয়ীজুর রহমান, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, ভারপ্রাপ্ত রেজিস্টার নসরত আফজা চৌধুরী, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হুসাইন, বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান আহমদ, সৈয়দ মো. আসিফ, সিনিয়র প্রভাষক মো. মাহমুদুল আলম মিয়া, প্রভাষক শরীফুল হক প্রমুখ।

অতিথিরা এক্সিবিশনে অংশ নেওয়া সবগুলো স্টলের সব প্রজেক্ট পরিদর্শন করেন। এবার ২৩টি প্রজেষ্ট প্রদর্শনের জন্য বিভিন্ন স্টলে উপস্থাপন করা হয়।
 
প্রজেক্টগুলোর মধ্যে আরসিপ্লেন, ইন্ডাকশন হিটার, রোবটিক র্আম, লাইন ফলোয়িং রোবট, স্মার্ট ফোন কন্ট্রোল ড্রোন রোবট কার, ওয়েইট মেশিন, স্মার্ট হাউস ও সোলার কার দর্শনার্থীদের নজর কাড়ে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।