ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উৎ‌ক্ষেপণ দেখ‌তে ব‌রিশা‌লে দর্শক‌দের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মে ১০, ২০১৮
উৎ‌ক্ষেপণ দেখ‌তে ব‌রিশা‌লে দর্শক‌দের ভিড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব‌রিশাল: দে‌শের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' উৎক্ষেপণ সরাসরি দেখতে ব‌রিশাল নগরের অ‌শ্বিনী কুমার হ‌লে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (১০ মে) দিবাগত রাত ১২টা থে‌কে মানু‌ষের আনা‌গোনা বাড়‌তে থা‌কে সদর রোডে।

মানু‌ষের বাড়‌তি আনো‌গোনাকে ঘি‌রে অ‌পেক্ষার প্রহর বি‌নোদন মূলক কর‌তে অ‌শ্বিনী কুমার হ‌লে আ‌য়োজন করা হয়েছে কনসার্টের।

যেখা‌নে স্থানীয় শিল্পীরা সংগীত প‌রি‌বেশন কর‌ছেন।

উৎক্ষেপণ অনুষ্ঠান‌কে ঘি‌রে সাধারণ মানু‌ষের উৎসা‌হের কোন কম‌তি নেই।

অ‌শ্বিনী কুমার হ‌লে উপ‌স্থিত থাকা ব‌রিশাল সি‌টি ক‌রপোরেশ‌নের ২০ নাম্বার ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর মো. জা‌কির হো‌সের জানান, স্যা‌টেলাইট উৎ‌ক্ষেপ‌ণের মধ্য দি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত ধ‌রে বাংলা‌দেশ যুগন্তকারী এক অধ্যায় রচনা কর‌তে যা‌চ্ছে।

‌তি‌নি ব‌লেন, উৎ‌ক্ষেপণ অনুষ্ঠান সরাস‌রি বড় পর্দায় দেখা‌নো হ‌বে অ‌শ্বিনী কুমার হ‌লে। সাধারণ মানু‌ষের সঙ্গে সঙ্গে প্রশাস‌নের কর্মকর্তারাও উপ‌স্থিত র‌য়ে‌ছেন এখা‌নে। উৎসা‌হের কোন কম‌তি নেই দর্শক‌দের।

উ‌ল্লেখ্য উৎক্ষেপণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করছে ব‌রিশাল জেলা প্রশাসন। এজন্য অ‌শ্বিনী কুমার হ‌লে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দা বসানো হয়েছে।

বাংলা‌দেশ সময়: ০৩১০ ঘণ্টা, মে ১১ ২০১৮
এমএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।