ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউটিউব থেকে সম্মাননা পেল ‘আজব’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
ইউটিউব থেকে সম্মাননা পেল ‘আজব’ ইউটিউবের সম্মাননা হাতে ‘আজব’র মহিউদ্দিন আহামেদ ও রুপম রাজ্জাক

জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের তরফ থেকে বিশেষ স্বীকৃতি পেয়েছে ইউটিউব চ্যানেল ‘আজব’। 

চ্যানেলের ভিডিও কনটেন্টকে স্বীকৃতি দিয়ে ‘ইউটিউব ক্রিয়েটর রিওয়ার্ডস’ শীর্ষক এ সম্মাননা দিয়েছে ওয়েবসাইটটি।  

‘আজব’ ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য এ সম্মান দেওয়া হয়।

গত মে মাসে এই মাইলফলক পেরিয়ে যায় ‘আজব’। বর্তমানে এর সাবস্ক্রাইবার সংখ্যা দেড় লাখেরও বেশি।

সিলভার প্লে বাটনের সঙ্গে পাঠানো সম্মাননাপত্রে ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান উইজেসকি বলেন, ‘আজব’ এমন কিছু করেছে, যা খুব কম ইউটিউব ক্রিয়েটরই করতে পেরেছে। আমরা জানি আপনারা পুরস্কারের জন্য এটি করেননি। আপনারা এটি করেছেন, কারণ আপনারা সৃষ্টি এবং তা ভাগাভাগি করার পথে চলেন। ’

আজব চ্যানেলের চার সদস্যের দলে রয়েছেন মহিউদ্দিন আহামেদ, রুপম রাজ্জাক, সিজারাজ জাহান মিমি এবং তানিয়া সুলতানা।  

ইউটিউব থেকে সম্মাননা পাওয়া প্রসঙ্গে মহিউদ্দিন আহামেদ বলেন, একদম শখের বশে করা একটি চ্যানেল মাত্র এক বছর সময়ের মধ্যে এতো দর্শকপ্রিয়তা পাবে, তা আমাদের কল্পনার মধ্যেও ছিল না। তবে আমরা সবসময় চেয়েছি দর্শকদের ভাল কিছু উপহার দিতে এবং সেটা এখনো অব্যাহত আছে।

‘আজব’ চ্যানেলে মূলত অমীমাংসিত রহস্য, বিনোদন, শিক্ষামূলক এবং মানুষকে চমৎকৃত করে এ ধরনের ভিডিও পাবলিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।