ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইলাইফের ল্যাপটপের সঙ্গে এইচপি প্রিন্টার ফ্রি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
আইলাইফের ল্যাপটপের সঙ্গে এইচপি প্রিন্টার ফ্রি ল্যাপটপ মেলায় দর্শনাথীরা

ঢাকা: ল্যাপটপ কিনলেই আইলাইফ দিচ্ছে এইচপি'র দারুণ একটি প্রিন্টার। মিলছে ১৬ হাজার ৫শ টাকার ল্যাপটপও।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনের ল্যাপটপ মেলার দ্বিতীয় দিন শুক্রবার (৩ আগস্ট) চলছে প্রতিষ্ঠানটির এ অফার।

আইলাইফের মার্কেটিং কর্মকর্তা মোহাম্মদ পারভেজ বাংলানিউজকে বলেন, আমাদের ল্যাপটপে এক বছরের ফুল ওয়ারেন্টি থাকছে।

আর মেলা উপলক্ষে দেওয়া হয়েছে নানা ছাড় আর সঙ্গে উপহার।

জেডএয়ার এইচসিক্স মডেলের ল্যাপটপের দাম ২৫ হাজার ৫শ টাকা। এটি নিলে উপহার হিসেবে দেওয়া হচ্ছে এইপির ডেস্কজেট ট্রিপলওয়ানটু মডেলের একটি প্রিন্টার। ল্যাপটপটিতে রয়েছে ছয় গিগাবাইট (জিবি) র‌্যাম, ৫শ জিবি হার্ডডিস্ক ড্রাইভ। রয়েছে সেলেরন ডুয়েলকোর প্রসেসর।

১৬ হাজার ৯শ টাকার জেডএয়ার মডেলের ল্যাপটপে রয়েছে ইন্টেল কোয়াডকোর প্রসেসর, ১৪ ইঞ্চির মনিটর, র‌্যাম ২ জিবি। আর ব্যাটারি ব্যাকআপ ১০ ঘণ্টা।

জেডপিসি মডেলের ২৯ হাজার ৯৯০ টাকার ল্যাপটপও এনেছে আইলাইফ। এটি সম্পূর্ণ ব্লুটুথ কিবোর্ডে চলে। দেখতে বেশ আকর্ষণীয়। ১৭ দশমিক ৩ ইঞ্চি মনিটর সম্পূর্ণ টাচ স্ক্রিন। র‌্যাম ৩ জিবি, ৫শ জিবি হার্ডড্রাইভ। ব্যাটারি ব্যাকআপ চার ঘণ্টা।

পারভেজ বলেন, সবগুলো ল্যাপটপেই ব্যবহার করা হয়েছে উইন্ডোজ টেন জেন্যুউন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।