ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ মেলা

এডাটার এক্সেসরিজ মিলছে সাশ্রয়ী দামে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
এডাটার এক্সেসরিজ মিলছে সাশ্রয়ী দামে ল্যাপটপ মেলার একটি স্টলে ক্রেতারা পণ্য দেখছেন/ছবি: বাংলানিউজ

ঢাকা: এক্সটার্নাল হার্ডডিস্ক, ডাটা ক্যাবল, পেনড্রাইভ কিংবা মেমোরিকার্ড; সবই এখন ল্যাপটপ, মোবাইলের সমান প্রয়োজনীয়। কেননা এসব সাপোর্ট না থাকলে আজকাল আর চলে না। আর এ ভাবনা থেকেই ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে নানা ধরনের এক্সেসরিজ দিচ্ছে এডাটা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে আয়োজিত তিনদিনব্যাপী আয়োজিত ল্যাপটপ মেলায় এ সুযোগ দিচ্ছে গ্লোবাল ব্র্যান্ড।

প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মকর্তা আরিফ হোসেন বাংলানিউজকে জানান, আমরা প্রতিটি পণ্যই মেলা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে দিচ্ছি।

সঙ্গে থাকছে উপহারও।

এডাটা পাওয়ার ব্যাংক দিচ্ছে ১ হাজার ৩শ টাকা থেকে ১হাজার ৯শ ৫০ টাকায়। ওয়ারল্যাস চার্জিং প্যাড ২ হাজার টাকায় মিলছে। ইউএসবি ক্যাবল দিচ্ছে ৩শ ৫০ টাকা থেকে ৭শ টাকায়। মেমোরি কার্ড মিলছে ৫৫০ টাকা থেকে ১ হাজার ৭৫০ টাকায়।

এক ট্যারাবাইট হার্ডডিস্ক দিচ্ছে ৫ হাজার ৩শ টাকায় আর দুই ট্যারাবাইট হার্ডডিস্ক ড্রাইভ দিচ্ছে ৯ হাজার টাকায়।  ১৬ গিগাবাইটের (জিবি) পেন ড্রাইভ ৭৫০ টাকা, ৩২ জিবি ১ হাজার ৫৫০ টাকা এবং ৬৪ জিবি পেনড্রাইভ দেওয়া হচ্ছে ২ হাজার ৩শ টাকায়।

এছাড়া ১২০ জিবি এসএসডি মোমোরি কার্ড মিলছে ৩ হাজার ৫শ টাকায় এবং ২৪০ জিবি মেমোরি কার্ড মিলছে ৬ হাজার টাকায়।

আরিফ হোসেন বলেন, আমাদের প্রতিটি গেজেটের সঙ্গে মিলছে একবছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। শনিবার রাত ৮টায় ল্যাপটপ মেলার পর্দা নামবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।