ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডেল ল্যাপটপের বর্ষা অফার, সঙ্গে ছাড় ৫ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
ডেল ল্যাপটপের বর্ষা অফার, সঙ্গে ছাড় ৫ হাজার ল্যাপটপমেলায় ডেলের বর্ষা অপার। ছবি: বাংলানিউজ

ঢাকা: স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত ল্যাপটপে ছাড় দিচ্ছে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিনদিনের ল্যাপটপমেলায় প্রতিষ্ঠানটি এ ছাড়া দিচ্ছে।

ডেলের নির্বাহী কর্মকর্তা নূরে আলম বাংলানিউজকে বলেন, ল্যাপটপ কিনলে আমরা ছাড় দিচ্ছি।

এক্ষেত্রে সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

নগদ টাকা ফেরত ছাড়াও ডেল দিচ্ছে বর্ষা অফার। এক্ষেত্র যেকোনো ল্যাপটপ কিনলেই উপহার মিলছে ছাতা, টি-শার্ট ও পাওয়ার ব্যাংক।

৪০টিরও বেশি মডেলের এক বিশাল সমাহার নিয়ে মেলায় ল্যাপটপের পসরা সাজিয়েছে ডেল। এরমধ্যে ১২টি মডেল একদম নতুন। কোর আই ফাইভ, কোর আই সেভেন এর অষ্টম জেনারেশনের প্রসেসর নিয়ে এসেছে ক্রেতার আগ্রহের কেন্দ্রের ব্র্যান্ডটি।

সর্বনিম্ন ২৪ হাজার ৫শ’ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকার ল্যাপটপ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়াও মেলায় ব্র্যান্ড পিসি এনেছে তিনটি মডেলের। এগুলোর দাম ধরা হয়েছে ৩৭ হাজার ৫শ’ টাকা থেকে ৪৮ হাজার ৫শ’ টাকা।

অল ইন ওয়ান সিরিজের তিনটি মডেলের আকর্ষণীয় পিসিগুলো মনকাড়া। এগুলোর দাম পড়ছে ৪৬ হাজার ৫শ’ টাকা থেকে ৭২ হাজার ৫শ’ টাকা।

এক্সপোমেকার আয়োজিত মেলার পর্দা নামবে শনিবার (৪ আগস্ট) রাত ৮টায়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
ইইউডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।