ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জীবনের কতো ঘণ্টা ‘নষ্ট’ হলো জানাবে ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
জীবনের কতো ঘণ্টা ‘নষ্ট’ হলো জানাবে ইউটিউব

ইউটিউবের ভিডিও যে মানুষের মধ্যে আসক্তি সৃষ্টি করতে পারে, সেইকথা প্রায় সবাই স্বীকার করবে। তাই, মানুষের ডিজিটাল সুস্থ্যতা প্রমোট করতে একজন ব্যবহারকারী ইউটিউবের ভিডিও দেখে জীবনের মূল্যবান সময়ের কতোটা ‘অপচয়’ করলেন তা দেখানোর ঘোষণা দিয়েছে গুগল।

প্রতিষ্ঠানটির ব্লগে দেওয়া এ ঘোষণায় বলা হয়, মানুষের ডিজিটাল সুস্থ্যতার কথা মাথায় রেখে নতুন একটি টুল যুক্ত করতে চলেছে ইউটিউব। এর মাধ্যমে একজন ব্যবহারকারীর প্রতিদিন এবং প্রতিসপ্তাহে কতোটা সময় ইউটিউবের পেছনে ব্যয় করছেন তা ওই ব্যবহারকারীর প্রোফাইলে দেখানো হবে।

জানা যায়, টুলটি চলতি সপ্তাহেই ব্যবহারকারীর অ্যাকাউন্ট মেন্যুতে সংযুক্ত করা হবে। এই সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীর সময় অপচয় ঠেকাতে ‘ব্রেক রিমাইন্ডার’ এবং ‘নটিফিকেশন লিমিটেশনের’ মতো আরও কিছু ফিচার থাকবে।  

বলা হচ্ছে, ব্যবহারকারীর ডিজিটাল জীবনকে আরও সুস্থ্য ও সুন্দর করতে চলেছে এই টুল।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।