ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

বাংলা এসএমএসে বাংলা অক্ষর ব্যবহারের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
বাংলা এসএমএসে বাংলা অক্ষর ব্যবহারের নির্দেশ

ঢাকা: মোবাইল ফোনে বাংলা এসএমএসে ইংরেজি অক্ষর ব্যবহার না করে বাংলা অক্ষর ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি সম্প্রতি মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহীদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।  

নির্দেশনায় বলা হয়, মোবাইলে সব বাংলা এসএমএসে বাংলা হরফ ব্যবহার করতে হবে।

কোনোভাবেই ইংরেজি হরফ ব্যবহার করে বাংলা বাক্যে এসএমএস পাঠানো যাবে না।

এছাড়াও রাতে প্রমোশনাল ক্যাম্পেইন না চালানোর নির্দেশ দিয়েছে বিটিআরসি।  

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে এবং ধর্মীয় কার্যকলাপের সময় এসএমএস এবং আইভিআরের মাধ্যমে মোবাইল অপারেটরদের প্রমোশনাল ক্যাম্পেইন বা প্রোডাক্ট সংক্রান্ত তথ্য পাঠানো থেকে বিরত থাকতে হবে।

নির্দেশনায় আগামী ১০ দিনের মধ্যে গ্রাহকদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ডু নট ডিস্ট্রার্ব (ডিএনডি) নীতি সম্পর্কে অবহিত করে বিটিআরসিকে জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad