ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবার ইনস্টাগ্রাম ডাউন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
এবার ইনস্টাগ্রাম ডাউন ইনস্টাগ্রাম ডাউন

ঢাকা: ফেসবুকের পর এবার ডাউন হয়ে গেছে তাদেরই মালিকানাধীন আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। তবে কি কারণে এটি ডাউন হলো তা নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ইনস্টাগ্রাম বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপসগুলোর মধ্যে একটি। কিন্তু এখন মনে হচ্ছে- এটি অনেক ব্যবহারকারীর জন্য ক্র্যাশ করেছে।

আর এই সমস্যাটি শুরু হয়েছে বুধবার (০৩ অক্টোবর-বিএসটি) সকাল ৮টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) থেকে। তার মধ্যে বেশি ক্র্যাশ করেছে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াজুড়ে।

অ্যাপসটি ক্র্যাশ করার পর বেশ কয়েকজন লোক ডাউন ডেটেক্টরকে তাদের সমস্যার কথা রিপোর্ট করে জানিয়েছে।

তাদের মধ্যে ৫৬ শতাংশ লোক জানিয়েছেন তাদের নিউজফিডে সমস্যা হচ্ছে, ৩৭ শতাংশ লোক বলছেন অ্যাপসে লগ ইন করতে সমস্যা আর ৬ শতাংশ বলছেন ওয়েবসাইটে সমস্যা দেখা দিচ্ছে।

সমস্যার সৃষ্টি কি কারণে হচ্ছে তা এখনও অস্পষ্ট। তবে সমাধান করলে জানা যাবে কি ঘটেছিল।

ইনস্টাগ্রাম সমস্যা নিয়ে অনেকেই টুইটারে বিরূপ মন্তব্য করেছেন। তারা বলছেন, ইনস্টাগ্রাম ডাউন হয়েছে, না-কি আমি! কিন্তু আমি তো ঠিকই আছি!

এর আগে চলতি বছরের ৩ আগস্ট জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ডাউন হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।