ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২০২১ সালের মধ্যে ২০ লাখ তরুণ পাবে আইটি প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
২০২১ সালের মধ্যে ২০ লাখ তরুণ পাবে আইটি প্রশিক্ষণ সিংড়া উপজেলার গোল-ই আফরোজ সরকারি কলেজের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

নাটোর: ২০২১ সালের মধ্যে দেশের ২০ লাখ তরুণ-তরুণীকে আইটি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

তিনি বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী নীতি আর সঠিক নেতৃত্বের কারণে দেশের উন্নয়ন হচ্ছে।

সরকারের নানামুখী উদ্যোগে সারা বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নত রাষ্ট্রে পরিণত হতে আমাদের আইটি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের দক্ষ জনশক্তিতে পরিণত হতে হবে। এজন্য সরকার দেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। যেখানে আগামী ২১ সালের মধ্যে ২০ লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে গত ছয় মাসে ১৩ হাজার ছেলে-মেয়ে ২০ লাখ ডলার আয় করেছে বলেও জানান তিনি।  

রোববার (১৪ অক্টোবর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার গোল-ই আফরোজ সরকারি কলেজের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ ও মসজিদ সম্প্রসারণের কাজ উদ্বোধন, নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএইচ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিগত এক দশক ধরে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাকে দেওয়া হচ্ছে অগ্রাধিকার। এক্ষেত্রে উচ্চ শিক্ষার জন্য নতুন নতুন প্রতিষ্ঠান গড়া, দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, বছরের প্রথম দিনে সাড়ে চার লাখ শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছে দেওয়া, অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির পরিধি বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন উল্লেখযোগ্য।

এসময় প্রতিমন্ত্রী দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ছাত্রদের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ। একটি অসাম্প্রদায়িক ও বঙ্গবন্ধুর
সোনার বাংলাদেশ গড়তে ছাত্রসমাজ তথা তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মুক্তিযুদ্ধের সময়ও ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও উন্নত বাংলাদেশ বিনির্মাণে ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রলীগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।  

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাব্বির প্রমুখ।  

এসময় রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট
জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং নাটোর জেলার বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাটোর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ফারুকুজ্জামান বাংলানিউজকে জানান, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজে নয় কোটি টাকা ব্যয় হবে। সিঁড়িঘরসহ ভবনটিতে ২৪টি শ্রেণিকক্ষ থাকবে।

তিনি জানান, নির্বাচিত সরকারি কলেজের অবকাঠামো উন্নয়ন ও বিজ্ঞান শিক্ষার সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। মোট ২০ হাজার ১৪২ বর্গফুটের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ আগামী দেড় বছরে সম্পন্ন হবে।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।