ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিংয়ে ২য় লালমনিরহাটের ফাকল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিংয়ে ২য় লালমনিরহাটের ফাকল সেরাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: তথ্য প্রযুক্তিতে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতায় দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে লালমনিরহাট পুলিশ লাইন (ফাকল) স্কুল অ্যান্ড কলেজ।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকার আগারগাঁও আইসিটি টাওয়ারে আনুষ্ঠানিকভাবে সেরাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।  

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক।

ফাকল’র পরিচালনা কমিটির সভাপতি লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক বাংলানিউজকে জানান, কম্পিউটার চালান ও তথ্য প্রযুক্তিতে শিশু-কিশোরদের দক্ষতা বাড়াতে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। এ প্রতিযোগিতায় সারা দেশের ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে দ্বিতীয় স্থান অধিকার করে ফাকল।

পরিবহন ধর্মঘটের কারণে শিক্ষার্থীদের পক্ষ থেকে সনদ গ্রহণ করেন ফাকল’র আইসিটি শিক্ষক বিদ্যুৎ কুমার।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।