ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এমএনপি: অপারেটর বদলের সময় কমে এখন ২৫ মিনিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এমএনপি: অপারেটর বদলের সময় কমে এখন ২৫ মিনিট মোবাইল নম্বর পোর্টেবিলিটি

ঢাকা: নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের জন্য আবেদনের পর পোর্টিং (অপারেটর বদলে সফল) করার সময় কমে আসছে। এখন থেকে আবেদনের পর থেকে এক ঘণ্টার বদলে মাত্র ২৫ মিনিটের মধ্যে পোর্টিং হবে। অর্থাৎ গ্রাহককে সর্বোচ্চ ২৫ মিনিট অপেক্ষা করতে হবে।

বুধবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ১২টা থেকে গ্রাহকরা এই সুবিধা পাবেন বলে জানিয়েছে এমএনপি (মোবাইল নম্বর পোর্টেবিলিটি) সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডি।

গত ১ অক্টোবর থেকে চালু হয় এমএনপি সেবা।

এখন পর্যন্ত লাখের বেশি গ্রাহক পোর্টিং সফল হয়েছে। এমএনপি সেবার ফলে গ্রাহকরা নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল করতে পারছেন। তবে সেক্ষেত্রে গ্রাহকদেরকে নির্দিষ্ট চার্জ দিতে হয়।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।