ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনকে এসএমপি ঘোষণা করলো বিটিআরসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
গ্রামীণফোনকে এসএমপি ঘোষণা করলো বিটিআরসি গ্রামীণফোন লোগো

ঢাকা: বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে এসএমপি (সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার) বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাসম্পন্ন অপারেটর হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিটিআরসি এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষের কাছে। এসএমপি ঘোষণার ফলে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করতে পারবে বিটিআরসি।

এতে অপারেটরটির করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নির্ধারণ করে দিতে পারবে।  

প্রতিযোগিতার মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিতে গত বছরের ১৪ নভেম্বর এসএমপি প্রবিধানমালা অনুমোদন করেছে বিটিআরসি।  

বিটিআরসির চেয়ারম্যান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, এটা হয়ে গেলে ‘ইক্যুয়ালিটি বিফোর ল’ সেটা থাকবে। মনোপলি (একচেটিয়া বাজার) কারো থাকবে না। সবাই ব্যবসা করতে পারবে।  

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।