ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন আবেদনের সময় বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন আবেদনের সময় বাড়লো প্রতীকী

ঢাকা: অনলাইন গণমাধ্যমগুলোর নিবন্ধনে আবেদন গ্রহণের সময়সীমা আগামী ১৫ জুলাই (সোমবার) পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে গত ৩০ জুন (রোববার) এ সিদ্ধান্ত জানানো হয় বলে বুধবার (০৩ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।  

এর আগে অনলাইন নিবন্ধনের আবেদনপত্র গ্রহণের কার্যক্রম ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল।

তথ্য অধিদফতরের ওয়েবসাইট http://www.pressinform.gov.bd এ দেওয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে।

ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সব প্রমাণসহ এ আবেদন ডাকযোগেও গ্রহণ করা হবে। এর আগে যাদের আবেদন সঠিকভাবে গৃহীত হয়েছে, তাদের ফের আবেদনের প্রয়োজন নেই।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।