ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পটুয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
পটুয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

পটুয়াখালী: ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৯ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার।

জাতীয় বিজ্ঞান জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আব্দুস সালাম আরিফ, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি জহিরুল ইসলাম, এনসিটিএফ’র জেলা ভলান্টিয়ার হাসিবুর রহমান, সমাজকর্মী অ্যাডভোকেট শাহিন মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।