ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘এলিট’ চালু করলো রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘এলিট’ চালু করলো রবি

ঢাকা: গ্রাহকদের জন্য একটি নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘রবি এলিট’ চালু করলো দেশের শীর্ষ ডিজিটাল সেবাদানকারী কোম্পানি রবি। প্রোগামটির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে লয়্যালটি স্কিমগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রাহকরা রবির বিশেষ গ্রাহক হিসেবে সম্মানিত বোধ করেন।


 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এলিট লয়্যালটি প্রোগ্রামটির মাধ্যমে ব্র্যান্ডের একনিষ্ঠ গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পাবে রবি। উদ্ভাবনী এই ডিজিটাল লাইফস্টাইলভিত্তিক লয়্যালটি প্রোগ্রামের মাধ্যমে ডিজিটাল সমাজের অগ্রসর ও রুচিশীল গ্রাহকদের একটি কমিউনিটি তৈরি হবে।
 
রবি এলিট প্রথম সারির গ্রাহকদের সব সময় অনন্য সুবিধা, বিভিন্ন লাইফস্টাইল অফার ও অগ্রাধিকারভিত্তিক সুবিধা দেবে। লয়্যালটি গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পর্যায়ক্রমে আরও বিভিন্ন রিওয়ার্ড যোগ করবে রবি।
 
গ্রাহকদের সেবা গ্রহণের মাত্রা ও কতদিন ধরে ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত আছেন এর উপর ভিত্তি করে সিলেক্ট, প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড স্তরের এলিট গ্রাহকদের বাছাই করা হবে। প্রথম সারির গ্রাহকরা পাঁচতারকা হোটেলে বিশেষ অফার এবং বিদেশ ভ্রমণের সময় ফ্রি লাউঞ্জ অ্যাক্সেসসহ আরো অনেক বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
 
এই প্রোগ্রামের আওতায় খাদ্য, পোশাক, লাইফস্টাইল, বিনোদন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য শিল্পের ২৫০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শীষস্থানীর্য় ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রবি এলিট। ফলে কোভিড-১৯’র সময়েও ঘরে বসেই অনলাইনের মাধ্যমে গ্রাহকরা আকর্ষণীয় পণ্য ও সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।