ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অবৈধ মোবাইল ফোন বন্ধে ডিসেম্বরে চুক্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
অবৈধ মোবাইল ফোন বন্ধে ডিসেম্বরে চুক্তি

ঢাকা: দেশে অবৈধ মোবাইল ফোন বা হ্যান্ডসেট বন্ধ করতে ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার জন্য আগামী ডিসেম্বরে চুক্তি করতে যাচ্ছে বিটিআরসি।  
 
এনইআইআর প্রযুক্তি সরবরাহ ও পরিচালনায় সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে সেনেসিস আইটি, রেডিসন টেকনোলজি ও কম্পিউটার ওয়ার্ল্ড যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান।


 
তিনি জানান, বিটিআরসি সম্প্রতি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে সিনেসিস আইটি বরাবর চিঠি পাঠিয়েছে এবং আগামী ২ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে চুক্তি করতে বলেছে। এরআগে গত ১৮ ফেব্রুয়ারি বিটিআরসি এ দরপত্র আহ্বান করেছিল। প্রায় ৩০ কোটি টাকায় নির্বাচিত প্রতিষ্ঠান এ প্রযুক্তি সেবা সরবরাহ করবে।
 
অবৈধপথ ও নকল মোবাইল ফোন বন্ধে আগামী বছরের শুরু থেকে প্রযুক্তি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে জানিয়ে বিটিআরসি বলছে, এনইআইআর প্রযুক্তি চালু হলে গ্রাহকের এসব হ্যান্ডসেটে কোনো অপারেটরের সিমকার্ডই আর চলবে না। ফলে গ্রাহকরা বাধ্য হয়েই অবৈধ মোবাইল ফোন ব্যবহার বন্ধ করবেন।
 
তবে বিদেশ থেকে আনা বা গ্রাহকের হাতে থাকা মোবাইল ফোন নিবন্ধনের সুযোগ রাখা হবে বলে জানান বিটিআরসির কর্মকর্তা জাকির হোসেন।
 
দেশে মোট বৈধ মোবাইলের সংখ্যা নিরূপণে মোবাইল ফোন আমদানিকারক, অপারেটর ও দেশে হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য নিয়ে একটি ডাটাবেজ তৈরি করেছে বিটিআরসি।
 
২০১৮ সাল থেকে চলতি বছরের আগাস্ট পর্যন্ত দেশে মোট ১১ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৭৬৩টি মোবাইলের আইএমইআই নম্বর ডাটাবেজে যুক্ত আছে।
 
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।