ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

মোবাইল গ্রাহক ১৭ কোটি ছাড়িয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, জানুয়ারি ১২, ২০২১
মোবাইল গ্রাহক ১৭ কোটি ছাড়িয়েছে সংগৃহীত ছবি

ঢাকা: ষোল কোটি মানুষের দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৭ কোটি ছাড়িয়ে গেছে। আর ইন্টারনেট ব্যবহার করেন ১১ কোটির বেশি মানুষ।

বিটিআরসির সবশেষ ডিসেম্বর মাসের প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, ডিসেম্বর শেষে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখা দাঁড়িয়েছে ১৭ কোটি এক লাখ ৩৭ হাজার।

এর মধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির ৫ কোটি ৯ লাখ ১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫২৩ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার।

অপর দিকে, ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার, আইএসপি ও পিএসটিএন ৮৫ লাখ ২২ হাজার।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।