ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিমলায় তথ্য প্রযুক্তি বিষয়ক উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
ডিমলায় তথ্য প্রযুক্তি বিষয়ক উঠান বৈঠক

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উঠান বৈঠক হয়েছে।  

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামে ডিমলা তথ্যকেন্দ্রের আয়োজনে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় এ উঠান বৈঠক হয়।

 

উঠান বৈঠকে বাল্যবিয়ের কুফল ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জয়শ্রী রানী রায়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আলম, তথ্য আপা উপজেলা সমন্বয়কারী নুর এ জান্নাত তমাসহ অনেকে। এ সময় সুন্দরখাতা গ্রামের বিভিন্ন বয়সের নারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।