ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ‘ব্লকচেইন’ কার্যকর প্রযুক্তি: পলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ৩০, ২০২১
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ‘ব্লকচেইন’ কার্যকর প্রযুক্তি: পলক

ঢাকা: আর্থিক ও প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ‘ব্লকচেইন’ নির্ভরযোগ্য ও কার্যকর প্রযুক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  

এমন প্রযুক্তি ব্যবহার না করলে জাতি হিসেবে আমরা পিছিয়ে থাকবো বলেও মন্তব্য করেন তিনি।



রোববার (৩০ মে) ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২১’র পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  

আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়িয়াডের উদ্যোগে এ প্রতিযোগিতা আয়োজিত হয়।

পলক বলেন, এ প্রযুক্তি গ্রহণ না করলে আমরা পিছিয়ে পড়বো। ফ্রন্টিয়ার প্রযুক্তি ব্যবহারে আমরা পিছিয়ে থাকতে চাই না। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে ফ্রন্টিয়ার টেকনোলজি ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে হবে। আইটি/আইটিএস খাত থেকে আগামী ২০২৫ সালের মধ্যে রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ আইটি ফ্রিলান্সার রয়েছে। তারা প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় করছে। হার্ডওয়্যার ও সফটওয়্যার সবমিলিয়ে দক্ষ জনশক্তির মাধ্যমে ১ বিলিয়ন ডলার আয় হচ্ছে।  

পলক আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে শিক্ষার কোনো শেষ নেই। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় ‘ডিজরাপটিভ টেকনোলজি’ বিষয়ে হাতে কলমে শিক্ষা দিতে  দেশে ৩০০টি ‘স্কুল অব ফিউচার’ প্রতিষ্ঠা করা হচ্ছে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশে সেরা প্রযুক্তিবিদ তৈরি করতে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হচ্ছে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, বিগডাটা, রোবটিকস্, ব্লকচেইন, অগমেন্টেড রিয়েলিটি ও মাইক্রোপ্রসেসর ডিজাইন প্রযুক্তিতে দক্ষ করে তুলতে ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। সারা দেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।  

‘ব্লকচেইন’ নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি বছরেই আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড-২০২১ বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ ৮-১০ অক্টোবর নির্ধারিত করা হয়েছে। এ অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের মেধা ও যোগ্যতা প্রতিষ্ঠত করতে হবে তরুণদের।  

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিওএলবিডির সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন।  

পরে প্রতিমন্ত্রী ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২১’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কারের অর্থ দেন।  

এই প্রতিযোগিতায় ৫০টি বিশ্ববিদ্যালয় থেকে ২৫৬টি দল নিবন্ধন করে। হোয়াইট পেপার মূল্যায়নের মাধ্যমে ৪০টি দলকে প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে মনোনীত করা হয়।  

এই ৪০টি দল থেকে সেরা ১০টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এক লাখ টাকার প্রথম পুরস্কার, প্রফেসর জামিলুর রেজা চৌধুরী চ্যাম্পিয়শিপ পুরস্কার অর্জন করে বুয়েটের ‘কাগজের নৌকা’ দলটি। ৬০ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ‘মাসালা ডোসা’। ৪০ হাজার টাকার তৃতীয় পুরস্কার লাভ করে চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ট্রায়োচেইন’। প্রোটোটাইপ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘প্রবাহ’।  

ডকুমেন্ট অথেনটিকেশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ‘ব্রোগ্রামারস’। আইডেন্টিটি/প্রাইভেসি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিঊ নিম্বাস’। ফিনটেক-ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে বুয়েটের ‘হোপফুললি হাইপোটেটিক্যালি’। সাপ্লাই চেইন প্রভিনান্স ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে বুয়েটের দল ‘ক্রিপ্টোনাইট’।   ই-গভর্নেন্স ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ‘রকেট’ ও ই-হেলথ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘রোমপেকাডেনাস’ দল।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ৩০, ২০২১
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।