ঢাকা: ফারহান শাহরিয়ার। ব্লগিং শুরু করেছিলেন ১৬ বছরেরও কম সময়ে।
২০০৩ সালে সিলেটে জন্মগ্রহণ করা শাহরিয়ার বর্তমানে ডিজিটাল বিপণনকারী, উদ্যোক্তা ও ফাইন্ড-ইকুপ-নাও-এর প্রতিষ্ঠাতা। কাজ করছেন ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। করছেন লেখাপড়াও।
শাহরিয়ার জানান, মূলত ফেসবুক ও ইউটিউবের জন্য কনটেন্ট তৈরির কাজ করছে তার প্রতিষ্ঠানটি। বিভিন্ন ধরনের এজেন্সির হয়ে কনটেন্ট প্রজেকশন ও ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করেন তারা।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়া সব সময় আপডেট হয়। তাই অনুসন্ধান করতে হবে এবং প্রতিনিয়ত চোখ-কান খোলা রাখতে হবে। পাশাপাশি জানতে হবে বিভিন্ন টুলসের ব্যবহার। কী ধরনের কনটেন্ট পছন্দ করছে লাখো মানুষ, সেদিকেও খেয়াল রাখতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এইচএমএস/আরবি