পঞ্চগড়: মহাকাশে যাত্রার ঠিক আগ মুহূর্তে সয়ুজ রকেটের লঞ্চিং প্যাডের সামনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে নিয়ে ছবি তুলে দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার মস্কোতে রকেট সাইন্সে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী শাহ জালাল জোনাক।
শাহ জালাল জোনাক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
বাংলাদেশের পতাকা হাতে নিয়ে যেই স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি, সেখান থেকে মহাকাশে যেতে সময় লাগে মাত্র ৮ মিনিট ৪৮ সেকেন্ড। কারণ আমি দাঁড়িয়ে আছি সয়ুজ রকেটের লঞ্চিং প্যাডে। আমার পেছনের সয়ুজ রকেটটি তিনজন মহাকাশচারী নিয়ে মহাকাশে যাত্রা করে। ঠিক সেই সকালেই মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুত রকেটটির সামনে ছবিটি তোলা।
শিক্ষার্থী শাহ জালাল জোনাক বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসআই