ঢাকা: টেলিটক বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে জাহাজী লিমিটেড ও টেলিটকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক সাশ্রয়ী মূল্যে জাহাজী লিমিটেডকে ভয়েস, ইন্টারনেট সেবাসহ বিভিন্ন কর্পোরেট সেবা দেবে।
জাহাজী লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল শরীয়তুল্লাহ এবং টেলিটকের অতিরিক্ত মহাব্যবস্থাপক (কর্পোরেট সেলস্ অ্যান্ড আইবি) মো. সাইফুর রহমান খান চুক্তি সই করেন।
চুক্তি অনুষ্ঠানে টেলিটকের মহাব্যবস্থাপক (সেলস্, ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিআরএম) সালেহ মো. ফজলে রাব্বীসহ টেলিটক ও জাহাজী লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এমআইএইচ/এসআই