ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বারাক ওবামা ও গাগা

জনপ্রিয়তার ফেসবুক খতিয়ানে

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুন ২৫, ২০১০
জনপ্রিয়তার ফেসবুক খতিয়ানে

বারাক ওবামা এবং লেডি গাগা। দুই জন দুই কূলের বাসিন্দা।

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। লেডি গাগা পপ সঙ্গীত শিল্পী। বাস্তব জীবনে তাই তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতার কোনো যৌক্তিক কারণ নেই। কিন্তু ফেসবুক এর জনপ্রিয়তার খতিয়ানে দু’জনের মধ্যে চলছে টানটান প্রতিদ্বন্দ্বিতা।

এ মূহুর্তে ফেসবুকে ওবামা ও লেডি গাগার ভক্তের সংখ্যা প্রায় ১ কোটির কাছাকাছি। ফেসবুকে ওবামার ৯০ লাখ ৫৮ হাজার ৮৮১ জন ভক্ত আছে। অন্যদিকে লেডি গাগার ভক্তের সংখ্যা ৯০ লাখ ২৩ হাজার ৯৯৬ জন।

চলতি সপ্তাহে ফেসবুকে ওবামা ও লেডি গাগার এই জনপ্রিয়তা নজরে আসে। তবে তাদের জনপ্রিয়তা প্রয়াত সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনকে ছাড়াতে পারেনি। মাইকেল জ্যাকসনের বর্তমান ফেসবুক ভোক্তার সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৮৫ হাজার ৮১১ জন। যা তাদের দুই জনের চেয়ে প্রায় ৪০ লাখ বেশি। এ মূহুর্তে বিশ্বজুড়ে ৪০ কোটির বেশি ফেসবুক ভোক্তা আছে।     

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩৩ ঘণ্টা, জুন ২৫, ২০১০
এমআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।