ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ঢাকায় বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথনের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
ঢাকায় বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথনের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

বাংলাদেশের ন্যাশনাল অ্যাপস্টোর বিডিঅ্যাপস আয়োজিত মোবাইল অ্যাপ্লিকেশন প্রতিযোগিতা, বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন ২০২২-এর আঞ্চলিক পর্ব শুরু হয়েছে।  

পঞ্চম আঞ্চলিক হ্যাকাথনটি ১০ সেপ্টেম্বর ২০২২-এ ইউনাইটেড ইন্টারন্যাশনাল  ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে।

যাতে অংশ নিয়েছে গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও টাঙ্গাইলসহ সমগ্র ঢাকা বিভাগের বাছাইকৃত দলগুলো।

হ্যাকাথনের ঢাকার পর্বে আয়োজন সহযোগী হিসেবে কাজ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব। হ্যাকাথনের এই পর্বে সর্বমোট ৭৫টি টিম অংশগ্রহণ করে। এরমধ্যে, জাতীয় পর্বে ঢাকার প্রতিনিধিত্ব করার জন্য সেরা ৭টি দলকে নির্বাচন করা হয়। দলগুলোর নাম লরেন ইপসাম, টিম এনইউবি, পথিক এনএসইউ, এজ ফ্লাই, ডিকোডার স্কোয়াড, পার্সিভিয়ারেন্স এবং অফটেক আইটি।

হ্যাকাথনটির ৫ম এ আঞ্চলিক পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাশেম মিয়া, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কাজী হাসান রবিন, জামিয়ের সামস, এসএম বেলাল, নাহিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন, তালুকদার মোহাম্মদ সাব্বির, নাজিব রাফে, শাকিল আহমেদ, এ এম ইশতিয়াক সারোয়ার।  

এছাড়াও উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন, ম্যানেজার রেজওয়ান আরেফিন, বিজনেস-এনগেজমেন্ট হেড মুহাম্মাদ আলতামিশ নাবিল, হ্যাকাথনটির প্রধান সমন্বয়ক মাহির আসেফ, বিডিঅ্যাপস ঢাকার কমিউনিটি ডেভলপার সুজাউর রহমান ইমনসহ আরো অনেকে।  

জাতীয় এই হ্যাকাথনের চুড়ান্ত পর্বের সেরা দশ দল পাবে সর্বমোট পাঁচ লাখ টাকা পুরস্কার। যার মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে দুই লাখ টাকা।

বিডিঅ্যাপস, রবি আজিয়াটা লিমিটেডের একটি উদ্যোগ যেটি আইসিটি বিভাগ কর্তৃক বাংলাদেশের জাতীয় অ্যাপস্টোর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি সম্প্রতি কমিউনিটি এনগেজমেন্টে সেরা উদ্ভাবনের বিভাগে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। বিডিঅ্যাপস এসডিজি অন্তর্ভুক্তিতে সেরা উদ্ভাবনের বিভাগে একটি সম্মানজনক পদক পেয়েছে। প্লাটফর্মটিতে বর্তমানে ৩০ হাজার ডেভেলপার রয়েছে; যারা তৈরি করেছে ৫০ হাজারেরও বেশি অ্যাপ্লিকেশন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad