ইসালাম বিরোধী তথ্য প্রচারে অভিযুক্ত বিশ্বখ্যাত সাতটি ওয়েবসাইটের উপর কড়া নজর রাখছে পাকিস্তান সরকার।
অভিযুক্তের তালিকায় আছে ইয়াহু, গুগল, এমএসএন, হটমেইল, ইউটিউব, অ্যামাজন ও বিং।
উল্লেখ্য, গত মে মাসে ফেসবুকে মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যাঙ্গাত্বক কার্টুন নিবন্ধনে উৎসাহ প্রদানের উদ্দেশ্য ওয়েবপৃষ্ঠা উন্মোচন করায় দেশটিতে সাময়িকভাবে সাইটটি বন্ধ করা হয়।
অন্যদিকে একই অভিযোগে পাকিস্তানে বেশ কয়েকবার নিষিদ্ধ হয় ইউটিউব। এ মূহুর্তে আরও ১৭টি ওয়েবসাইট বন্ধ ও ওয়েবগুরুদের উপর নিবিড় পর্যবেক্ষণ ভার্চুয়াল বিশ্বে পাকিস্তানের কড়া নজড়দারির স্বাক্ষর রাখছে। ইয়াহু।
বাংলাদেশ স্থানীয় সময় ২০০৬ ঘণ্টা, জুন ২৫, ২০১০
এমআই/এসএইচ