দেশজুড়ে ‘আলো আসবেই মোবাইল সফটওয়্যার প্রতিযোগিতা’ শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতার মাধ্যমে দেশের মোবাইলকেন্দ্রিক অ্যাপলিকেশন নির্মাতাদের পুরস্কৃত করার পাশাপাশি স্বীকৃতিও দেওয়া হবে।
আগ্রহী প্রতিযোগিদের িি.িধষড়ধংযনবর.পড়স.নফ সাইটে নিবন্ধিত হতে হবে। আগামী ৩১ জুলাই নিবন্ধনের শেষ দিন। অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচিত প্রথম সফটওয়্যার নির্মাতাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ ৫ লাখ টাকা। আর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সফটওয়্যার নির্মাতাকে দেওয়া হবে যথাক্রমে ২ লাখ ও ৩ লাখ টাকা। সঙ্গে নির্বাচিত নির্মাতাদের সফটওয়্যার ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তো থাকছেই।
উল্লেখ্য, বাংলাদেশের সফটওয়্যার নির্মাতাদের মোবাইল সফটওয়্যার উন্নয়নে উৎসাহিত করতে ২০০৯ সালের জুন মাসে গ্রামীণফোন ও মাইক্রোসফট চুক্তিবদ্ধ হয়। পরবর্তীতে তারা গত ডিসেম্বরে ‘আলো আসবেই’ প্রচার অভিযানের মাধ্যমে উদ্যোগটির বাস্তবায়ন শুরু করে। এ মূহুর্তের প্রচারনাটি তারই বাস্তব প্রতিফলন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪০০ ঘণ্টা, জুন ২৫, ২০১০
এমআই/এসএইচ