মোবাইল সেবায় বিশেষ সামাজিক নেটওয়ার্কিং সাইট উন্মোচন করেছে মাইক্রোসফট। সামাজিক নেটওয়ার্কের নাম ‘কনট্রেইল’।
ভোক্তা ছবির মাধ্যমে কোনো তথ্য হালনাগাদ করলে তার সঙ্গে যুক্ত সব বন্ধুই নতুন তথ্যটি জানতে পারবে না। তথ্যচিত্রগুলো প্রথমে কনট্রেইল নেটওয়ার্ক সার্ভারে সংরক্ষিত থাকবে। পরে যেসব বন্ধুদের অনুমোদন দেওয়া থাকবে শুধু তারাই তথ্যচিত্রটি মোবাইলে ডাউনলোড করে দেখতে পারবে।
কনট্রেইল নেটওয়ার্ক উন্নয়ন করেছেন মাইক্রোসফটের সিলিকন ভ্যালির বিশেষজ্ঞ ইকবাল মহোমেদ ও তার দল। সম্প্রতি তিনি মোবাইল সামাজিক নেটওর্য়াকটির বিভিন্ন বৈশিষ্ট্য ও কারিগরি দিক তুলে ধরেন। এ মূহুর্তে মাইক্রোসফটের কাউড কম্পিউটিং সেবায় কনট্রেইল নেটওয়ার্কটি পরিচালিত হচ্ছে বলে ইকবাল মহোমেদ জানান।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪০০ ঘণ্টা, জুন ২৫, ২০১০
এমআই/এসএইচ