ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ান-চীন চুক্তি বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, জুন ২৬, ২০১০

তাইপি: চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির বিরোধিতা করে তাইওয়ানের তাইপেতে শনিবার হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করেন।

‘সেভ তাইওয়ান’ স্লোগান দিয়ে স্বাধীনতাকামী রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি)’র প্রায় এক লাখ সমর্থক এই বিক্ষোভে অংশ নেন।



অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে চুক্তি করতে বুধবার তাইওয়ানের বিশেষ দূত পিন কাং চীন সফরে যাওয়ার দিন ঠিক করায় বিরোধী দল এ বিক্ষোভ করে।

যদিও চীনের বন্ধু তাইওয়ানের প্রেসিডেন্ট ইং জিই চুক্তি করতে আগ্রহী । তিনি বলেন, এই চুক্তির ফলে বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কিন্তুু বিরোধীরা বলছেন, তাদের দ্বীপ ফিরিয়ে নেওয়ার প্রথম ধাপ এটি।

উল্লেখ্য , তাইওয়ান এবং চীন ১৯৪৯ সালে যুদ্ধের পর থেকে আলাদা হয়ে গেছে ,যদিও চীন তাইওয়ানকে নিজেদের ভ’খন্ড মনে করে।
চীন মনে করে যদি প্রয়োজন হয় জোর করে এই দ্বীপ তারা দখল করে নেবে।

বাংলাদেশ সময়:১৫:৫২ ঘন্টা,২৬ জুন, ২০১০
এসআইএস/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।