ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওএসসিইর মধ্যে বড় সমস্যা রয়েছে: লাভরভ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
ওএসসিইর মধ্যে বড় সমস্যা রয়েছে: লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, পশ্চিমারা রাশিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইউরোপিয়ান নিরাপত্তা ওয়াচডগ ওএসসিইকে সেতু হিসেবে ব্যবহারের সুযোগ উপেক্ষা করেছে।   

সের্গেই লাভরভ বলেন, অরগানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মধ্যে বড় সমস্যা রয়েছে।

 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি এই কথা বলেন। এতে তিনি পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার পুরোনো অভিযোগ তুলে ধরেন।  

লাভরভ বলেন, ন্যাটোর অপরিণামদর্শী প্রসার ওএসসিইর মূলনীতিকে অবমাননা করেছে।  

একইসঙ্গে চীনের আশপাশে উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে লাভরভ ন্যাটোকে দায়ী করেছেন।  

ইউক্রেন ওএসসিইর সমালোচনা করে বলছে, হামলার জেরে রাশিয়াকে এটি থেকে বাদ দেওয়া উচিত।  

ওএসসিই দেশভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেশটি একটি অনুষ্ঠানের আয়োজন নিয়ে আপত্তি তুলেছে ।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।