ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ২৭ জনের প্রাণহানি  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ২৭ জনের প্রাণহানি  

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের রিসারালডা প্রদেশে একটি সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট এই কথা জানিয়েছেন।

 

ধসের ফলে সড়কে থাকা যাত্রীবোঝাই একটি বাসসহ আরও কয়েকটি যানবাহন কাদামাটি ও পাথরের নিচে চাপা পড়ে। প্রবল বৃষ্টির পর পাহাড়ি ঢলে এই ধস নামে।  

মৃত্যুর আগে এক যাত্রী তার স্ত্রী ও দুই সন্তানকে বাস থেকে বের হয়ে যেতে সাহায্য করতে পেরেছিলেন।  

নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।  

স্থানীয় সময় রোববার সকালে দিকে উত্তরাঞ্চলীয় প্রদেশ চকোগামী সড়কে ভূমিধসের ঘটনা ঘটে।  
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি আন্তনগর বাস, জিপ ও একটি মোটরসাইকেল একটি গাড়ি দুর্ঘটনার কারণে থেমেছিল। এসময় পাহাড়ের অংশ ধসে সড়কের ওপর পড়ে।

যাত্রার শুরুতে বাসটিতে ২৫ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন। তবে যাত্রাপথে আরও লোক বাসে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

এই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন অন্তত ৯ জন।   

কলম্বিয়ায় ভূমিধস অপরিচিত নয়, বিশেষ করে বর্ষাকালে। ধসের ফলে পাহাড়ি পথ প্রায়ই কাদামাটি ও পাথরে ঢেকে যায়।  

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।