ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মানদৌসের আঘাতে ভারতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
মানদৌসের আঘাতে ভারতে নিহত ৪

ঘূর্ণিঝড় মানদৌসের আঘাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে চার জনের মৃত্যু হয়েছে।

তামিলনাড়ুর মমল্লাপুরমের কাছে শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়।

 

এতে ব্যাপক প্রাণহানির ঘটনা না ঘটলেও, ঝড়ের প্রভাবে ঘরবাড়ি, রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

রাজ্যের শীর্ষ কর্মকর্তা গগনদ্বীপ সিংহ জানিয়েছেন, ভারী বৃষ্টি এবং শক্তিশালী ঝড়ের কারণে বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় মানদৌস শুক্রবার গভীর রাতে আঘাত হানে। এতে ১৮৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ের তোড়ে রাজধানী চেন্নাইতে ৪০০টি গাছ উপড়ে গেছে বলেও জানান তিনি।

ত্রাণকর্মীসহ প্রায় ২৫ হাজার মানুষ জরুরি ত্রাণ তৎপরতায় জড়িত এবং ২০১টি আশ্রয় শিবিরে ৯ হাজারেরও বেশি লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করছি।

তবে আগে থেকে সব রকম প্রস্তুতি থাকায় বিপুল প্রাণহানির মতো ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

এদিকে, শ্রীলঙ্কা অতিক্রম করার সঙ্গে সঙ্গে মানদৌস দুর্বল হয়ে পড়েছে। সূত্র- এনডিটিভি

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।