করোনা মহামারির সময় নাগরিকদের গতিবিধি নজরদারির অ্যাপটি নিষ্ক্রিয় করার ঘোষণা দিয়েছে চীন।
সরকারি এই মোবাইল অ্যাপটি ফোনের সিগন্যাল ব্যবহার করে লোকজনের চলাফেরার তথ্য সংরক্ষণ করত।
সম্প্রতি বিতর্কিত শূন্য-কোভিড নীতিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দেয় চীন। এর অংশ হিসেবে সর্বশেষ পদক্ষেপ হলো অ্যাপটি নিষ্ক্রিয় করা।
রাষ্ট্রচালিত অ্যাপটি চীনে প্রায় তিন বছর ধরে ব্যবহার করা হচ্ছে। শূন্য কোভিড নীতির মূল অংশ হিসেবে এটিকে দেখা গেছে।
অ্যাপটি নিষ্ক্রিয়ের ঘোষণাকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে স্বাগত জানিয়েছেন।
চীনে করোনা সংক্রমণ বাড়ছে। শনিবার চীনে ৮ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
আরএইচ