ইরানে নারী পোশাকের স্বাধীনতার দাবিতে করা আন্দোলনে সমর্থন দেওয়ায় দেশটির পেশাদার ফুটবলার আমির নাসর-আজাদানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন আমির। সর্বশেষ ২৬ বছর বয়সী এ ফুটবলার দেশটির ক্লাব ট্র্যাক্টর এসসির হয়ে খেলেছেন। তিন নিরাপত্তারক্ষীকে হত্যার দায়ে তাকে গত সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়।
এদিকে ইরানের এমন সিদ্ধান্তে অবাক ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো। সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে আজাদানির শাস্তি প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে।
এক টুইট বার্তায় ফিফপ্রো বলে, ‘আমরা আমিরের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। একইসঙ্গে অবিলম্বে তার শাস্তি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। ’
সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়। সেদিন থেকেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে।
বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এমএইচএস