থাইল্যান্ড উপ-সাগরে ঝড়ের কবলে পড়ে একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এতে অন্তত ৩১ ক্রু নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে থাই নেভি।
রোববার রাতে এইচটিএমএস সুখোথাই নামে জাহাজটিতে পানি ওঠায় বিদ্যুৎ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি ডুবে যায়।
সোমবার নৌ-কর্তৃপক্ষ জানায়, তারা ৭৫ জন ক্রুকে উদ্ধার করতে পেরেছেন। কিন্তু এখন পর্যন্ত ৩১ জন উত্তাল সাগরে নিখোঁজ রয়েছেন।
নৌ-কর্তৃপক্ষের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু আমরা সন্ধানকাজ চালিয়ে যাচ্ছি।
উদ্ধারকাজে সহায়তা করছে দেশটির বিমানবাহিনী। এই দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে বলে ঘোষণা দিয়েছ নৌবাহিনী।
অ্যাডমিরাল পগক্রং মনথার্ডপালিন বিবিসিকে বলেন, এ রকম ঘটনা আমাদের বাহিনীর ইতিহাসে ঘটেনি, বিশেষ করে সক্রিয় কোনো জাহাজের সঙ্গে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা সোমবার বিবৃতিতে জানিয়েছেন, কর্মকর্তারা এই দুর্ঘটনার তদন্ত করছেন।
তিনি বলেন, আমি খবর রাখছি। অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
এইচটিএমএস সুখোথাই নামক জাহাজটি ১৯৮০'র দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে নির্মিত হয় থাইল্যান্ডের নৌবাহিনীর জন্য।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আরএইচ