টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক টুইটারে নতুন একটি জনমত জরিপ করেছেন। এই জরিপে উঠে এসেছে যে, ব্যবহারকারীদের বেশির ভাগই তাকে আর এই পদে চান না।
মাস্ক টুইটারে প্রধান নির্বাহী কর্মকর্তার পদে বহাল থাকবেন নাকি, তার পদত্যাগ করা উচিত- তা জানতে জরিপে প্রশ্ন ছুড়ে দেন।
জরিপের ফলে দেখা গেছে, ৫৭ দশমিক ৫ শতাংশ হ্যাঁ ভোট পড়েছে। আর ৪২ দশমিক ৫ শতাংশ না ভোট পড়েছে। সোমবার সন্ধ্যায় জরিপটি শুরু হয়। ১৭ দশমিক ৫ মিলিয়নের বেশি ব্যবহারকারী এই জরিপে অংশ নেন।
রোববার মাস্ক বলেন, তিনি জরিপের ফল মেনে নেবেন। এর বেশি কিছু তিনি বলেননি। জরিপের ফলে যদি তার পদত্যাগের পক্ষে বেশি ভোট পড়ে, তবে তিনি কখন পদত্যাগ করবেন সেই বিষয়েও কিছু বলেননি।
ইলন মাস্ক যিনি টেসলা ও স্পেস এক্স- এর মতো প্রতিষ্ঠান চালাচ্ছেন, টুইটার কেনার পর এ নিয়ে তাকে ব্যপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।
বাংলাদেশস সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আরএইচ