কানাডার অন্টারিও প্রদেশে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছেন ছয়জন। তাদের মধ্যে একজন বন্দুকধারী হন্তারক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, টরন্টো শহরতলির ওই আবাসিক এলাকায় পাঁচ ব্যক্তিকে গুলি করে হত্যা করেন এক বন্দুকধারী। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে বন্দুকধারীর মুখোমুখি হয় পুলিশ। এ সময় তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
ইয়র্কের আঞ্চলিক পুলিশ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে টরন্টোর শহরতলি ভন এলাকায় গোলাগুলির ঘটনায় তাদের ডাকা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তাদের মুখোমুখি হতে হয় বন্দুকধারীর সঙ্গে।
ইয়র্ক পুলিশ প্রধান জেমস ম্যাকসুইন হত্যাকাণ্ডের ঘটনাটিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থায় গুরুতর। আমরা আশা করি তিনি বেঁচে থাকবেন।
বন্দুকধারী সম্পর্কে বিষদ কোনো তথ্য দিতে পারেননি ম্যাকসুইন। তিনি ও তার গুলিতে নিহতদেরও নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এমজে