ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার রাতভর চলেছে রাশিয়ার হামলা। এই হামলায় কারো মৃত্যু হয়নি।
বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, কিছু ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহেই পপকো বলেন, রাতে ২৩টি ইরানি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে ১৮টিই ভূপাতিত করা হয়েছে।
এই হামলার পরদিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে যান দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে দেখা করতে।
সোমবার প্রেসিডেন্ট পুতিনকে মিনস্ক জাতীয় বিমানবন্দরে স্বাগত জানান প্রেসিডেন্ট লুকাশেঙ্কো।
ইউক্রেন বলছে, রাশিয়া সম্ভবত বেলারুশ থেকে হামলার জন্য প্রস্তুত হচ্ছে। গেল সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া আগামী বছরের শুরুতে অন্য কোনো স্থান থেকে হামলার পরিকল্পনা করছে। বেলারুশকে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থান হিসেবে ব্যবহার করতে পারে।
রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই বেলারুশের সীমানা রয়েছে। আর পুতিনের বেশ ঘনিষ্ঠ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো।
এই যুদ্ধে বেলারুশ সরাসরি জড়িত নয়। তবে ফেব্রুয়ারিতে দেশটি এর অঞ্চল রাশিয়ার সৈন্যদের ব্যবহার করতে দিয়েছিল।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আরএইচ