ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

খেরসনে বিমান হামলা, নিহত ১০ 

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
খেরসনে বিমান হামলা, নিহত ১০  সংগৃহীত ছবি

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

 

রোববার (২৫ ডিসেম্বর) এ বিস্ফোরণে খেরসন শহরের কেন্দ্রীয় এলাকার আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।  

খবর- রয়টার্স নিউ ইয়র্ক টাইমস

আগ্রাসনের পর থেকে রাশিয়ার দখলে থাকা একমাত্র আঞ্চলিক রাজধানী খেরসন গত মাসে ইউক্রেন বাহিনী মুক্ত করে। তারপর থেকে এটি প্রায়ই রাশিয়া বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

হামলার পরের ভিডিওগুলোতে মাটিতে বেশ কিছু মরদেহ, আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং ক্ষতিগ্রস্ত ভবন দেখা যায়। তবে সেই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক টেলিগ্রাম বার্তায় চ্যানেলে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেন, সামাজিক নেটওয়ার্কগুলি সম্ভবত এইসব ছবিগুলোকে 'স্পর্শকাতর’ হিসাবে চিহ্নিত করবে। তবে এসব কোনো স্পর্শকাতর ছবি নয়- এটি ইউক্রেন এবং ইউক্রেনীয়দের বাস্তব জীবন।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।