আবারও জাপান সাগরে স্বল্প পাল্লার তিনটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শনিবার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যমটি এ খবর জানায়।
শনিবার সকাল ৮টার একটু পর প্রথম মিসাইলটি নিক্ষেপ করা হয়। এরপর ৮টা ১৪ মিনিটের দিকে একটি এবং এর এক মিনিট পর আরেকটি মিসাইল নিক্ষেপ করা হয়।
এরমধ্য দিয়ে বছরের শেষ দিনও মিসাইলের পরীক্ষা চালিয়ে ওই অঞ্চলে উত্তেজনা অব্যাহত রাখল কিম জং উনের দেশ।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
জেডএ