ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
বিবিসির এক প্রতিবেদনে, বিষয়টি নিশ্চিত করে ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, শনিবার সকাল ৯টা ৩৪ মিনিটে ভ্যাটিকানের প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যু হয়েছে। ’
প্রায় আট বছর ভ্যাটিকান গির্জার পোপের দায়িত্ব পালন করেন ষোড়শ বেনেডিক্ট। ২০১৩ সালে তিনি পদত্যাগ করেন। তিনিই ছিলেন স্বেচ্ছায় পোপের পদ থেক সরে যাওয়া দ্বিতীয় ব্যক্তি। তার আগে ১৪১৫ সালে পোপের পদ থেকে ইস্তফা দেন দ্বাদশ গ্রেগরি।
ষোড়শ বেনেডিক্ট তার জীবনের শেষ বছরগুলো কাটান ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে। প্রায় ১০ বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। তবে বিগত কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
এক শোকবার্তায় তার উত্তরসূরি বর্তমান পোপ ফ্রান্সিস জানিয়েছেন, তিনি প্রায়ই তাকে (বেনেডিক্ট) দেখতে আসতেন।
এদিকে, পোপ বেনেডিক্টের শেষকৃত্যের পরিকল্পনা আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ভ্যাটিকান।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এনএস