ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার ৪৫টি ড্রোন ধ্বংস করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
রাশিয়ার ৪৫টি ড্রোন ধ্বংস করার দাবি ইউক্রেনের

রাশিয়া ইউক্রেনে শনিবার রাতে ৪৫টি ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে। রোববার ইউক্রেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

 

দেশটির সেনাবাহিনী বলছে, ইরানের তৈরি শহীদ-১৩৬ ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। এই ড্রোনগুলো কামিকাজে নামে পরিচিত। সবগুলো ড্রোন  ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে।   

নতুন বছরের প্রাক্কালে রাশিয়া ইউক্রেনে ২০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এমন দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।  

আল জাজিরার পক্ষ থেকে সামরিক বাহিনীর এসব দাবি যাচাই করা হয়নি।  
 
মস্কো বলছে, ইউক্রেনে নতুন বছরের হামলার লক্ষ্য ছিল পশ্চিমাপন্থী দেশের ড্রোন উৎপাদন। মস্কো দাবি করছে যে, তারা রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের সন্ত্রাসী হামলা ভেস্তে দিতে পেরেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ড্রোন উৎপাদনের সঙ্গে জড়িত একটি সামরিক-শিল্প কমপ্লেক্সে অভিযান চালানো হয়েছে। অদূর ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের হামলা চালানোর পরিকল্পনা ব্যর্থ হয়েছে।    

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।