ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই সপ্তাহের মধ্যে ভারতে মিলল ৩ রুশ নাগরিকের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
দুই সপ্তাহের মধ্যে ভারতে মিলল ৩ রুশ নাগরিকের মরদেহ

ভারতের ওডিশায় মঙ্গলবার এক রুশ নাগরিকের মরদেহ পাওয়া গেছে। দুই সপ্তাহের মধ্যেই এই নিয়ে ওই এলাকায় তৃতীয় কোনো ব্যক্তির মরদেহ মিলল।

 

জগৎসিংপুর জেলার পারাদ্বীপ বন্দরে নোঙর করে রাখা একটি জাহাজে মিলিয়াকভ সার্গেই নামে ওই রুশ ব্যক্তির মরদেহ পাওয়া যায়।  

৫১ বছর বয়সী মিলিয়াকভ এম বি আলদনাহ জাহাজের প্রধান প্রকৌশলী। জাহাজটি মুম্বাই থেকে পারাদ্বীপ হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসছিল।  

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে জাহাজের চেম্বার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি।

পারাদ্বীপ বন্দর ট্রাস্টের চেয়ারম্যান পি এল হারান্দ রুশ প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত চলছে।   
 
এর আগে, ডিসেম্বরের শেষ দিকে রাশিয়ার এক পর্যটক ও এক বিধানকর্তার মরদেহ পাওয়া যায় দক্ষিণ ওডিশার রায়াগাদা শহরে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।