ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
ইসরায়েলে নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো নাগরিক। তারা বলছেন, নতুন এই সরকার গণতন্ত্র ও মুক্তির জন্য হুমকি।

শনিবার বিক্ষোভকারী তেল আবিবে জড়ো হন। এর আগের দিন ইসরায়েলের ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী ও ধর্মীয়ভাবে রক্ষণশীল সরকার শপথ নেয়।  

দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতির সংখ্যা বাড়ানো থেকে শুরু করে বিচার বিভাগের ক্ষমতা কমানো ছাড়াও ব্যাপক সংস্কারের লক্ষ্য রয়েছে নেতানিয়াহু সরকারের।  

‘গণতন্ত্র হুমকির মুখে’ এবং ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হও’- বিক্ষোভকারীরা এসব স্লোগান দেন। বিক্ষোভকারীদের অনেকে রেইনবো পতাকা নিয়ে সড়কে নেমে আসেন।  

এই বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন বামপন্থী ও পার্লামেন্ট দ্য নেসেটের সদস্যরা। বিক্ষোভকারীরা আইনমন্ত্রী ইয়ারিভ লেভিনের বিরুদ্ধে স্লোগান দেন।

ইয়ারিভ গেল বুধবার বিচার ব্যবস্থা নিয়ে সরকারের এক আশ্বাস তুলে ধরেন যা দেশটির সুপ্রিম কোর্টকে আরও দুর্বল করে দেবে।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।