ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি, রুশ সৈন্যের জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
ইউক্রেন যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি, রুশ সৈন্যের জেল

রাশিয়ার একটি আদালত ২৪ বছর বয়সী এক সৈনিককে পাঁচ বছরের জেল দিয়েছে। তার অপরাধ- ইউক্রেন যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানো।

দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আল জাজিরা।  

বৃহস্পতিবার প্রেস সার্ভিস জানায়, ওই সৈনিক বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে চাননি। ২০২২ সালে মে মাসে দায়িত্ব পালনের জন্য তিনি রিপোর্ট পেশ করেননি।  

এক বিবৃতিতে জানানো হয়, গেল সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা বাহিনী মার্সেল কান্দারভ নামে ওই সৈন্যের অবস্থান শনাক্ত করে।  

আলাদাভাবে সামরিক একটি ট্রাইব্যুনাল বলেছে, সৈন্য সমাবেশকালে এক মাসেরও বেশি সময় সামরিক দায়িত্ব এড়ানোর কারণে কান্দারভকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।

সেপ্টেম্বরের শেষের দিকে ইউক্রেনের সেনাদের হাতে নাস্তানাবুদ হয়ে রাশিয়া সেনা সমাবেশের ঘোষণা দেয়।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।