ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
পাকিস্তানে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়

পাকিস্তানে আজ (সোমবার) বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় হয়েছে বলে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে।

 

করাচি, রাজধানী ইসলামাবাদ ও পেশওয়ারসহ পাকিস্তানের বড় বড় কয়েকটি শহরে বিদ্যুৎ নেই। দেশটির জ্বালানিমন্ত্রী খুররম দস্তগীর বলেন, পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশনের পর গ্রিড বিপর্যয় দেখা দেয়।  

তিনি বলেন, গ্রিড বিপর্যয় বড় কোনো সংকট নয়। শিগগিরই বিদ্যুৎ সঞ্চালন শুরু হবে।  

প্রায়ই বিদ্যুৎ বিপর্যয়ে ভোগে পাকিস্তান। ভুল ব্যবস্থাপনার পাশাপাশি অবকাঠামোতে বিনিয়োগের অভাবকে এই সংকটের পেছনে দায়ী করা হয়।  

এক বিবৃতিতে পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ফ্রিকোয়েন্সি ক্ষতিগ্রস্ত হলে গ্রিড বিপর্যয় দেখা দেয়। সমস্যা সমাধানে কাজ চলছে।  

জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী দস্তগীর বলেন, কিছু কিছু গ্রিডে বিদ্যুৎ চলে এসেছে। ১২ ঘণ্টার মধ্যে বাকি গ্রিডগুলোও মেরামত করা হবে।  

তিনি বলেন, শীতে সারা দেশে বিদ্যুতের চাহিদা কম থাকে। তবে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রাতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।  

চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান সরকার সেদেশের মার্কেট ও দোকানপাট রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়। একইসঙ্গে রেস্তোরাঁগুলোও রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়। জ্বালানি সাশ্রয়ে এই পরিকল্পনা নেওয়া হয়।  

পাকিস্তান তাদের বিদ্যুতের অধিকাংশ উৎপাদন করে আমদানি করা জীবাশ্ম জ্বালানি থেকে। গেল বছর বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রভাব পাকিস্তানেও পড়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।