ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার যুদ্ধবিমান চাইবে কিয়েভ, জার্মানি বলছে ‘সম্ভাবনাই নেই’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এবার যুদ্ধবিমান চাইবে কিয়েভ, জার্মানি বলছে ‘সম্ভাবনাই নেই’

রাশিয়াকে প্রতিহত করতে পশ্চিমাদের কাছ থেকে এবার চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান চাইবে ইউক্রেন। ন্যাটো মিত্রদের কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধ ট্যাংক আদায়ের পর একথা জানিয়েছে দেশটি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

এর আগে বুধবার ইউক্রেনকে ভারি ট্যাংক দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও জার্মানি। এবার এসব দেশের কাছে যুদ্ধবিমানও চাইবে কিয়েভ। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান এফ-১৬ এর মতো যুদ্ধবিমান চাওয়া হবে।

প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভের পরামর্শদাতা ইউরি সাক বলেছেন, ‘এখন পরবর্তী বড় বাধা হবে ফাইটার জেট। ’

‘যদি আমরা এগুলো পেয়ে যাই, তাহলে যুদ্ধক্ষেত্রে আমাদের সুবিধাগুলো বাড়বে... এটি কেবল ফে-১৬ নয়, চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, আমরা এটাই চাই। ’

বর্তমানে ইউক্রেনের বিমানবাহিনীর কাছে যে যুদ্ধবিমানগুলো আছে সেগুলো সোভিয়েত যুগের। এই যুদ্ধবিমানগুলোই ইন্টারসেপ্ট মিশন ও রাশিয়ান অবস্থানগুলোতে আক্রমণ করার জন্য ব্যবহৃত হচ্ছে।

সাক বলেন, ‘প্রথমদিকে তারা (পশ্চিমারা) আমাদের ভারী কামান দিতে চায়নি, পরে দিয়েছিল। তারা আমাদের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম দিতে চায়নি, পরে দিয়েছিল। ট্যাংকও দিতে চায়নি, এখন আমাদের ট্যাংক দিচ্ছে। এর মানে হলো- পারমাণবিক অস্ত্র ছাড়া এমন কিছু অবশিষ্ট নেই যা আমরা পাব না। ’

এদিকে যুদ্ধবিমান চাওয়ার পরিকল্পনার বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর কোনো সম্ভাবনা নেই। ’

তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে আমরা যুদ্ধ বিমানের কথা বলছি না। আমি এখনও তাই বলছি। ’

শলৎজ যোগ করেছেন, ‘আমরা কোনো অবস্থাতেই স্থল সেনা পাঠাব না। আমি বলেছি ইউক্রেন যুদ্ধে ন্যাটো সৈন্যদের সরাসরি কোনো সম্পৃক্ততা থাকবে না। এখন পর্যন্ত এমনটা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। ’

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।