ক্রেমলিন বলেছে যে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে কিয়েভে ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি যুদ্ধে তাদের সরাসরি এবং ক্রমবর্ধমান সম্পৃক্ততার প্রমাণ।
কিয়েভে ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি পশ্চিমাদের যুদ্ধে সরাসরি ও ক্রমবর্ধমান সম্পৃক্ততার প্রমাণ বলে মন্তব্য করেছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা মিত্রদের সম্পৃক্ততা বাড়ছে। আমরা এই সিদ্ধান্তের সঙ্গে (ট্যাংক দেওয়ার সিদ্ধান্ত) দ্বিমত পোষণ করি।
গেল বুধবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ইউক্রেনকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। এ ঘোষণার ফলে অন্য দেশও চাইলে ইউক্রেনে লেপার্ড ট্যাংক রপ্তানি করতে পারবে।
পরে জার্মানির প্রত্যাশা অনুযায়ী ইউক্রেনে যুদ্ধ ট্যাংক পাঠানোর কথা জানায় যুক্তরাষ্ট্রও। দেশটি তাদের এম-১ অ্যাব্রামস ট্যাংক সরবরাহ করবে।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমএইচএস