ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াগনার গ্রুপকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
ওয়াগনার গ্রুপকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে উত্তর কোরিয়া

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার ওয়াগনার গ্রুপকে অস্ত্র দিয়ে উত্তর কোরিয়া সহযোগিতা করছে- যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং।

রোববার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে উত্তর কোরিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ অভিযোগকে ‘ভিত্তিহীন গুজব’ বলে নিন্দা করেছেন।

উত্তর কোরিয়ার মার্কিন বিষয়ক দপ্তরের মহাপরিচালক কওন জং গুন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এভাবে ‘স্ব-নির্মিত গুজব’ ছড়াতে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র ‘সত্যিই অবাঞ্ছিত ফলাফলের’ সম্মুখীন হবে।

‘একটি অস্তিত্বহীন জিনিস তৈরি করে উত্তর কোরিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা একটি গুরুতর উস্কানি’ কওন জং গুন যোগ করেন।

তিনি আরও বলেন, মার্কিন পদক্ষেপ ‘ইউক্রেনকে অস্ত্রের প্রস্তাবকে ন্যায্যতা দেওয়ার জন্য একটি বোকামি প্রচেষ্টা’।

গত সপ্তাহের দিকে, মস্কোর আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে কিয়েভকে শক্তিশালী ও অত্যাধুনিক ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ বিষয়ে কওন জং গুন রোববার পিয়ংইয়ংয়ের উদ্বেগ পুনর্ব্যক্ত করেছেন। এটিকে একটি ‘অনৈতিক অপরাধ’ বলে অভিহিত করেছেন। বলেছেন- চলমান অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতিকে স্থায়ী করার লক্ষ্যে এমনটি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।